কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চট্টগ্রামগামী কাঠবোঝাই একটি ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার তিন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে এক জন নারী ও দুই জন পুরুষ।
Next Post