স্কুলের প্রধান শিক্ষককে কানে ধরে ওঠবস করানোর ঘটনাকে কলঙ্কজনক মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ বিষয়ে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শুক্রবার বিদ্যালয়ে জাতীয় পার্টির স্থানীয় এমপি এ কে এম সেলিম ওসমান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করান।
Prev Post