সাউন্ড গ্রেনেড ফাটিয়ে গরু ও ভুট্টাসহ ভ্যানগাড়ি নিয়ে গেছে বিএসএফ

0

lalmonirhatলালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম সীমান্তের প্রায় দেড়গজ বাংলাদেশ সীমান্তে ঢুকে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ১৪টি গবাদিপশু ও ভুট্টাসহ একটি ভ্যানগাড়ি নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

এ ঘটনার খবর পেয়ে দ্রুত পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠায় বিজিবি। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তের ৮০৯ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতের কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল বাংলাদেশের প্রায় দেড়গজ ভেতরে ঢুকে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে স্থানীয় কৃষকদের ১৪টি গবাদিপশু ও ভুট্টা ভর্তি একটি ভ্যানগাড়ি নিয়ে চলে যায়। পরে দহগ্রাম ক্যাম্পের বিজিবির সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

বিএসএফ গরু ও ভুট্টা ভর্তি ভ্যানগাড়ি নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More