পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারকাদের মিশ্র ফলপ্রাপ্তি দেখা গেছে। তৃণমূলের রেকর্ড জয়ে শামিল হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরাও। আর বিজেপির পক্ষের তারকা প্রার্থীদের এবারের নির্বাচন খুব একটা সুখকর হলো না। দলের মতো বিজেপির তারকা প্রার্থীরাও হেরেছেন রেকর্ড ভোটে।
তৃণমূলের প্রার্থী হয়ে বালিগঞ্জ আসন থেকে জিতলেন প্রয়াত আইসিসি সভাপতি জাগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। হাওড়া উত্তর থেকে জয়ী হয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা। এ ছাড়া বারাসত থেকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, চন্দননগর থেকে গায়ক ইন্দ্রনীল সেন, বরজোড়া থেকে হালের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী, রায়দীঘি থেকে নায়িকা দেবশ্রী রায়, চাঁচোল থেকে গায়ক সৌমিত্র রায় এবং পাণ্ডুয়া থেকে ভারতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রহিম নবি জয়ী হয়েছেন। তবে তৃণমূলের প্রার্থী হয়েও শিলিগুড়ি থেকে নির্বাচনে হেরেছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া।
অপরদিকে বিজেপি থেকে লড়ে হাওড়া উত্তরে পরাজিত হলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী রূপা গাঙ্গুলি। আর বীরভূমের ময়ূরেশ্বরে হারলেন লকেট চ্যাটার্জি।