আইএসআইএল বিভিন্ন ইস্যুতে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।
আজ (শনিবার) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, সংগঠনটি ২২ মিনিটের একটি ভিডিও বার্তায় ভারতে হামলা করার হুমকি দিয়েছে। ২০১৪ সালে ভারত থেকে সিরিয়ায় গিয়ে আইএসআইএলে যোগ দেয়া এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওই হুঁশিয়ারি দিয়েছে।
ভারত এবং দক্ষিণ এশিয়ার ওপর ফোকাস করা আইএসআইএলের এটি প্রথম ভিডিও বলে বলা হচ্ছে। এতে স্থানীয়দের মাধ্যমে ভারতে আক্রমণ করার দাবি করা হয়েছে।
সূত্র-PT
শুক্রবার প্রকাশ করা ওই ভিডিওতে ভারতের মুম্বাইয়ের ঠানের ছাত্র ফাহাদ তানভীর শেখ বলেছে, তারা ফিরে আসবে, কিন্তু হাতে একটি করে তলোয়ার নিয়ে আসবে এবং বাবরী মসজিদ, কাশ্মির, গুজরাট এবং মুজাফফরনগরে মুসলিমদের হত্যার প্রতিশোধ নেবে। আইএসআইএলে ভর্তি হওয়া শাহিম টাঙ্কি নামে তার এক সাথীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনও করে ফাহাদ তানভীর। গতবছর সে রাক্কাতে এক বোমা হামলায় নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
ভিডিওতে এরকম ৫ জনের বিবৃতি রয়েছে। এরমধ্যে শুধু ফাহাদ তানভীর শেখের পরিচিতিই প্রকাশ পেয়েছে। নিজেকে সে আবু ওমর আল হিন্দি বলে পরিচয় দিয়েছে। তার সঙ্গে ইরাক এবং সিরিয়ায় যাওয়া আরিব মজিদ ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ’র হেফাজতে রয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিব মজিদ আইএসআইএল ছেড়ে ভারতে ফিরে আসার পর থেকে এনআইএ হেফাজতে রয়েছে।
এক হুমকি, তাদের হাত থেকে বাঁচার তিনটি বিকল্প রয়েছে সেগুলো হল- ইসলাম গ্রহণ করা, জিজিয়া দেয়া অথবা মৃত্যুর জন্য তৈরি থাকা।
আইএসআইএল-এর প্রচারিত ভিডিও বার্তাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।