রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় অাটক শিবির নেতা হাফিজুর রহমানের কারা অভ্যন্তরে মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে মিছিল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।শিবির নেতারা বলেন ,শিবির নেতা হাফিজুর রহমানকে চিকিৎসা না দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে সরকার।
সকালের ঐ মিছিলে মহানগর দক্ষিণের শিবির সভাপতি সাদেক বিল্লাহর নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে শিবির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
যাত্রাবাড়ীর জুরাইন রেল গেইট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এছাড়াও মিছিলের অগ্রভাগে আরো ছিলেন সেক্রেটারি রিয়াজ উদ্দিন,শিবির নেতা তোফাজ্জল হোসেন,মজিবুর রহমান মঞ্জু, আহসান হাবিব, নুরুজ্জামান প্রমুখ।