গুজব রটার পেছনের ঘটনা নিয়ে তিনি বলেন, “তাহলে শুনুন, এবার আসল ঘটনা বলি। একটি নাটকের দৃশ্য দেখেই সবাই ভেবে বসেছে আমরা বিয়ে করে ফেলেছি। একটি বেসরকারী টিভি চ্যানেলের জন্য সাত পর্বের ধারাবাহিক ‘অশ্বডিম্ব’ নাটকের শুটিং-এর ছবি এগুলো। ফেইসবুকে আপলোড করা আমার নাটকের রাতের সময়ের বিয়ের ছবি ছিলো এগুলো। আমি নিশ্চয়ই পূবাইলে একজন র্নিমাতার সাথে বিয়ে করবো না। আসলে একটি অনলাইন নিউজ পোর্টালের হেডলাইনের কারণে চারিদিকে এমন গুঞ্জন রটেছে।”[ads1]
তিনি বলেন, “ব্যক্তিজীবনে আমাদেরও আত্নীয় স্বজন রয়েছে। এখনকার সময়ে সবাই অনলাইনের নিউজগুলো দেখে। বড় পত্রিকাগুলোতে যদি নিউজ নাও হয়, এরপরও পরিবারের লোকজন তাদের কন্যা, বোন কিংবা বন্ধুকে নিয়ে এমন ধরনের খবরে একটু হলেও চিন্তিত হয়ে পড়েন। তাই এব্যাপারে আমার একটাই কথা, নিউজের ক্ষেত্রে সঠিক হেডলাইন র্নিবাচন করা উচিৎ।”
তিনি আরও বলেন, “হয়ত এটা অনেকের কাছে মজার ব্যাপার, কিন্তু এই ধরনের নিউজ আসলেই অপ্রয়োজনীয়। একজন মানুষ হিসেবে, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কছে এই নিউজগুলো কতটা যে কষ্টের– তা কেউ বুঝবে না। বরং সবাই তাদের লাভের দিকটাই দেখবেন। তবে আগে এই ধরণের ঘটনায় আমার মন খুব খারাপ হলেও এখন আর হয় না।”
তিনি বলেন, “আচ্ছা বলুন তো, আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি কিভাবে বিয়ে করবো? আমার তো পড়ালেখা এখনও শেষ হয়নি।”
‘অশ্বডিম্ব’ ছাড়াও, ভাবনা এইমুহূর্তে ব্যাস্ত আছেন মাসুদ সেজানের ‘ওয়াও’ নাটকের সিক্যুয়েলের নিয়ে। এছাড়াও ঈদ উপলক্ষে অঞ্জন আইচের ‘ডক্টর জাহিদ হাসান’সহেআরও কয়েকটি নাটকের অভিনয় করছেন তিনি।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘ভয়ংঙ্কর সুন্দর’। অনিমেষ আইচ পরিচালিত এই সিনেমায় টালিগঞ্জের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি।