[ads1]গত বছরের ফেব্রুয়ারীতে বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম কচির বাসায় ইসরাত জাহান দোলাকে গোপনেই বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। গত বছর বিয়ে করলে তাহলে এতদিন বিষয়টি মিডিয়ায় আসলো না কেন? সবার কাছেই এমন প্রশ্ন। আসল ব্যাপার হলো, পাত্রীর বয়স কম এবং রুবেলে ইনজুরিতে থেকে দলের বাইরে থাকায় এসব লোক চক্ষুর আড়ালে চলে গেছে।
[ads2]তবে শেষ পর্যন্ত মিডিয়া ফলাও ভাবে প্রচার হতে থাকে বিষয়টি। জানা যায় পাত্রীর নাম, গ্রাম কিংবা দেন মোহরে কত টাকা ধরা হয়েছিল সেটিরও। খোঁজ নিয়ে জানা যায়, ৬ লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয়। বিয়েতে রুবেলের পিতা, মাতা ,চাচা ও বোন ছাড়াও বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক নেতা উপস্থিত ছিলেন। আর সেটি রুবেলও স্বীকার করে নিয়ে ফেসবুকে বউয়ের জন্য দোয়াও চাইলেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় সতীর্থ তাসকিন আহমেদ তার ভেরিফাইড আইডি থেকে শুভেচ্ছা জানিয়েছেন রুবেল হোসেনকে। রুবেলের সঙ্গে তোলা একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন, ‘Congratz Rubel Hossain bhai For your #Marriage Life’