[ads1]আগস্টেই ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসছে অলিম্পিকের এবারের আসর। অলিম্পিককে সামনে রেখে ৪ লাখ ৫০ হাজার কনডম দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি)। যা গত লন্ডন অলিম্পিকের তুলনায় তিনগুন বেশি।
১০ হাজার ৫০০ জন খেলোয়াড় এবারের অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। সাড়ে তিন সপ্তাহ ধরে চলা এই ক্রীড়াযজ্ঞে তারা যাতে নিরাপদে যৌনকর্মটি সারতে পারেন সেজন্য তাদেরকে দেয়া হবে সাড়ে চার লাখ কনডম। বৃহস্পতিবার রিও অলিম্পিকের মুখপাত্র লুকাস দান্তাস জানান, ‘সাড়ে চার লাখ কনডমের ভেতর ১ লাখ ৫০ হাজার পিস কনডম সরবরাহ করবে ব্রাজিল সরকার এবং এগুলো হবে নারীদের জন্য।’
মূলত এইডস সম্পর্কে সবাইকে সচেতন করতেই এগুলো দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, ‘এইডস প্রতিরোধী দেশগুলোর মধ্যে ব্রাজিল শীর্ষস্থানীয়।ব্রাজিল সত্যিকারর্থে নিরাপদ যৌন সম্পর্কে উৎসাহিত করে এবং এ ব্যাপারে খেলোয়াড়রা সাধারণ জনগণের মাঝে উদহারণ সৃষ্টি করতে পারেন।’[ads2]