[ads1]পাঁচ বছর ধরে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক সংকটের ইতি টানার প্রচেষ্টা হিসেবে বিশ্ব সম্প্রদায়ের মধ্যস্থতায় দফায় দফায় আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেননি সিরিয়ার সরকার ও সরকারবিরোধী প্রতিনিধিরা। সরকারবিরোধীরা শর্ত পূরণের কোনো লক্ষণ দেখছে না। ‘আলোচনা ব্যর্থ’ বলে সংকট নিরসনের এ প্রচেষ্টা থেকে সরে দাঁড়িয়েছেন সরকারবিরোধী জোটের অন্যতম প্রধান এক প্রতিনিধি।
সিরিয়াবিরোধী জোটের প্রধান প্রতিনিধি মোহাম্মদ আলুশ। শান্তি আলোচনা বর্জন করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, সিরীয় সরকারবিরোধী জোট হাই নেগোসিয়েশন্স কমিটির (এইচএনসি) হয়ে অংশ নেয়া আলুশ এ আলোচনায় কোনো রাজনৈতিক চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন। জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া এ শান্তি আলোচনা সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোর পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আনতে পারেনি বলে অভিযোগ তার।[ads2]
গত এপ্রিল থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া সিরিয়া সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় আপাতত ইতি টেনেছে এইচএনসি। আলোচনা এবার কবে শুরু হতে পারে, সে বিষয়ে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আলুশ বলেছেন, ‘তিনদফার আলোচনা ব্যর্থ হয়েছে সরকারি দলের একগুঁয়েমির কারণে। সিরিয়ার জনগণের বিরুদ্ধে আক্রমণ ও বোমা হামলা অব্যাহত রেখেছে সরকারি বাহিনীগুলো।’ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আনুষ্ঠানিক মধ্যস্থতায় সিরিয়ায় দেশজুড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ২৭ ফেব্র“য়ারি থেকে। অবশ্য প্রায়ই যুদ্ধবিরতি লংঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছে দুই পক্ষ।[ads1]