মহারাষ্ট্রের নাগপুরে কেন্দ্রীয় অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১৭ জনের মৃত্যু হয়েছে। এবং ১৯ জন আহত হয়েছেন। এক সেনা আধিকারিককে উদ্ধৃত করে ভারতের সংবাদসংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।[ads1]
ভারতের সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার রাতে নাগপুর থেকে ১১০ কিমি দূরে পুলগাঁওয়ের ওই কেন্দ্রীয় অস্ত্রভাণ্ডারে আগুন লাগে। আগুন লাগার পর আশপাশের গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ ৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা ৷ ঘটনাস্থলে যেতে পারেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর ৷ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ৷পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ [ads2]
Prev Post