জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জার্মানি বিএনপির দোয়া মাহফিল

0

13336380_1374160839266892_1207853339_n

বিশেষ প্রতিনিধি, বার্লিনঃ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মানি শাখার উদ্দেগে ৩০শে মে বার্লিনের বাইতুল মুকাররম মসজিদে স্থানীয় সময় বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্তে দোয়া মাহফিল পরিচালনা করেন সাধারন সম্পাদক গনি সরকার, উপস্থিত ছিলেন ১ম যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক খান, বিএনপি নেতা নানা জালাল, আনহার মিয়া, কাজী সুরুজ, শরিয়ত খান মিঠু, আনোয়ার হোসেন, সাইফুল করীম মজুমদার, শাহআলাম, রুবেল, কাউসার প্রমুখ। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন বার্লিন বাইতুল মুকাররম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।

দোয়া মাহফিলে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া বলেন, ৩০ মে বাংলাদেশের মানুষের কাছে খুবই শোকাবহ একটি দিন। ১৯৮১ সালের এই কালো রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘুমন্ত অবস্থায় কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে শাহাদতবরণ করেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, দেশের প্রথম নির্বাচিত সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম। শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত করে তিনি বলেন, আজকের জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ এবং গনত্রন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ উন্নয়ন ও অগ্রগতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার নিশ্চয়তা দেয়।

তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অসামান্য ভূমিকা এবং রাষ্ট্র গঠনে তাঁর অনন্য কৃতিত্বের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। জনাব আকুল গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে এবং গনত্রন্ত্র পুনরুদ্ধারে সকলকে ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তোলার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More