যে সব পণ্যের দাম কমবে

0

productপ্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে কিছু পণ্যের উপর শুল্ক, সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে ওই সব পণ্যের দাম কমবে। বৃহস্পতিবার সংসদ ভবনে  বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

যেসব পণ্যের দাম কমবে :

গাড়ি-মোটরসাইকেল:
বাজেটে হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি পাচ্ছে পুরাতন গাড়ি আমদানিকারকরা। সেইসঙ্গে হাইব্রিড গাড়ির সিসি ক্যামেরা ও সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস করা হচ্ছে। ফলে হাইব্রিড গাড়ির দাম কমতে পারে।
অপরদিকে আমদানি করা সংযোজিত (সিকেডি) মোটরসাইকেলের সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। এ কারণে মোটরসাইকেলের দাম কমবে।   [ads1]
ওয়াইফাই :
ওয়াইফাই, ওয়াইম্যাক্স, একসেস পয়েন্ট এবং ফায়ারওয়াল (সিকিউরিটি হার্ডওয়ার) আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। ফলে এসব পণ্যের দাম কমবে।
সিমেন্ট :
সিমেন্ট শিল্পের কাঁচামাল ফ্লাইএশের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। ফলে সিমেন্টের দাম কমবে।[ads2]
পাথর :
নির্মাণ খাতকে সহায়তা দিতে বাজেটে বোল্ডার পাথর ও ভাঙ্গা পাথর আমদানি শুল্ক কমানো হচ্ছে। এতে পাথরের দাম কমবে।
কয়লা :  
বাজেটে এনথ্রাসাইট ও বিটুমিনাস কয়লার আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে প্রত্যাহার করা হচ্ছে। কারণ দেশিয় অবকাঠামো নির্মাণের ভূমিকা রাখছে এ দুই প্রকারের কয়লা।
পেট্রোলিয়াম জেলি :
পেট্রোলিয়াম জেলি তৈরি কাঁচামাল হোয়াইট পেট্রোলিয়ামের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। তাই পেট্রোলিয়াম জেলির দাম কমবে।
অগ্নিনির্বাপক যন্ত্র :
আগুন নেভানোর কাজে ব্যবহৃত পণ্যের দাম কমতে পারে। কারণ অগ্নিনির্বাপক যন্ত্রের আমদানি শুল্ক কমানো হচ্ছে।
এছাড়া অন্য যে সব পণ্যের দাম কমতে পারে সেগুলো হচ্ছে- ট্যালকম পাউডার, গ্রিজ, ডাইঅকটাইল অর্থেঅথেলট (ডিওপি),  পোশাক শিল্পের কাটিং টেবিলের মূলধনী যন্ত্রপাতি, ইলেকট্রিক ফ্যান ম্যানুফেকচারার কর্তৃক আমদানিকৃত ফাইবার গ্রাস, হাসপাতাল কর্তৃক আমদানিকৃত মরচুয়ারি, প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং উপকরণ, কাঁচা রাবার, ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রি কর্তৃক আমদানিকৃত বিশেষ রেফ্রিজারেটর, এলইডি ল্যাম্প পার্টস, সেলফঅ্যাডহেসিভ প্লেট, শিট, ফিল্ম, ফয়েল, টেপ, স্ট্রাইপ (২০ সে. মির নিচে)। [ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More