জলের গান ব্যান্ড দলের শিল্পী কনকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃতরা হলেন ঢাকার দোহারের আলাউদ্দিন (২৫), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার লোকমান ওরফে মানিক (২৮) ও মনা (২৬), মাদারীপুর জেলার কালকিনি থানার মনির (২৮)। শুক্রবার ভোরের দিকে সাভারের হেমায়েতপুরের দক্ষিন শ্যামপুরে এ ঘটনা ঘটে।
মডেল থানার ওসি মোস্তফা কামাল জানায়, ভোররাতে সাভারের হেমায়েতপুরের দক্ষিন শ্যামপুরে কনকের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে এক দল ডাকাত হানা দেয়। পরে ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির অন্যরা চিৎকার করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দেয়। এসময় এলাকাবাসী ডাকাত দলের তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি দাবি করেন, আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।