[ads1]এবার কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালই নিয়েছে ইংল্যান্ড। পর্তুগালের বিপক্ষে ইংলিশদের জয় ও চ্যাম্পিয়নশিপের আগে টানা তিনটি জয় প্রমাণ করে দেয় তারা কোন দলকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়।
এর আগে তুরস্ক ও অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ইংলিশরা। পরপর টানা তিনটি জয়ে ইংলিশদের আত্মবিশ্বাস এখন শীর্ষে।
অন্যদিকে রোনালদোকে বিশ্রামে রেখেই বৃহস্পতিবার ইংলিশদের বিপক্ষে মাঠে নামে পর্তুগালরা । পুরো ম্যাচে তেমন কোন সুযোগ করতে পারেনি। খেলার ঠিক ৩৬ মিনিটের মাথায় একটি ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠের বাহিরে থাকতে হয় পর্তুগালের ডিফেন্ডার ব্রুনো আলভেস।
এরপর খেলার ৮২ মিনিটের মাথায় ইংল্যান্ড সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যার্থ হন রাহিম স্টার্লিং। অবশেষে খেলার ৮৬ মিনিটের মাথায় বা-দিক থেকে আশা একটি হেডে পর্তুগলের জালে বল ঢুকিয়ে দেন ইংল্যান্ডের স্মলিং। [ads2]
Prev Post
Next Post