[ads1]রগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪ পর্যন্ত আমতলী উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের এমপি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।[ads2]
Next Post