[ads1]সবচেয়ে ছোট ডিম পেড়ে রেকর্ড সৃষ্টি করেছে ইংল্যান্ডের এক খামারের একটি মুরগি। ওই খামারের মালিক জর্জিয়া ক্রাউচম্যান জানিয়েছেন, ডিমটি ৫ পয়সার কয়েনের চেয়েও ছোট এবং দৈর্ঘ্যে ১ দশমিক ৫৫ সেন্টিমিটার।
ইংল্যান্ডের সাফোক কাউন্টির বারি সেন্ট এ্যাডমন্ডসের একজন মাদক ব্যবসায়ী জর্জিয়া ক্রাউচম্যান। তিনি বলেন, একটি কন্টেইনারের মধ্যে আমি ডিমটি পেয়েছি। তবে কোন মুরগিটি এই ডিম পেড়েছে তা জানি না।
এর আগে মুরগির ১ দশমিক ৮০ সেন্টিমিটার লম্বা একটি ডিম বিশ্ব রেকর্ড গড়ে। ওই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল এই ডিম।
প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে মুরগির সবচেয়ে ছোট ডিমের কোনো রেকর্ড নেই। এতে পাখির সবচেয়ে ছোট ডিমের রেকর্ড রয়েছে।[ads1]