২২ ঘণ্টা রোজা আইসল্যান্ডে, ৩০ বছরের রেকর্ড

0

[ads1]Iarland Muslims2

[ads2]আল্লাহর নৈকট্যলাভের জন্য পবিত্র মাহে রমজানের রোজা রাখছেন মুসলমানরা। এবার কোন কোন দেশে সোমবার থেকে আবার কোন কোন দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে। এবার হচ্ছে ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সিয়াম সাধনার মাস। এই প্রথম মুসলিমদের বেশ দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে। দিনের ভাগটা বেশি হওয়ায় রোজার রাখার সময়টাও এবছর বেশ দীর্ঘ।

ভৌগলিক কারণে রোজা ও ইফতারের সময়ে ভিন্নতা দেখা যায়। এ বছর বাংলাদশের মুসলমানদের ১৫ ঘণ্টা ১০ মিনিট ধরে রোজা রাখতে হচ্ছে। তবে ইউরোপের কিছু কিছু অংশে বসবাসকারী মুসলিমদের প্রায় ২১/২২ ঘণ্টা [ads1]Iarland Muslims
[ads2]ধরে রোজা থাকতে হচ্ছে। এবার বিশ্বে সবচাইতে দীর্ঘ রোজা হচ্ছে আইসল্যান্ডে।

সেখানে বসবাসরত মুসলিমদের প্রায় ২২ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে। এ বছর সবচাইতে কম সময় রোজা রাখার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি শহরের মুসলিমরা। সেখানে রোজার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ১০ ঘণ্টা।

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, উত্তর গোলার্ধে বসবাসকারি মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় না খেয়ে পবিত্র রমজান পালন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে এ অঞ্চলে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহীম মোগরে জানান, এবার যুক্তরাজ্যের মুসলমানদের প্রায় ২০ ঘণ্টা সবরকম পানাহার থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে দীর্ঘ সময় রোজা থাকতে হবে স্কটিশ, হাইল্যান্ডস ও আয়ারল্যান্ডের বাসিন্দাদের। দিন দীর্ঘ হওয়ার কারণে এখানে সূর্য অস্ত যায় না বললেই চলে। যেটা হয় তা হলো গোধূলি। যুক্তরাজ্যের সবচেয়ে উত্তরের ইনভার্নিস মসজিদের ট্রাস্টি এবং পেশায় চিকিৎসক ওয়াহিদ খান বলেন, ‘দিনের ভাগ বেশি হলেও মুসলিমরা রোজা রাখতে সংকল্পব্ধ। এটা কঠিন মনে হলেও রোজা রাখা আসলে খুবই সহজ।’[ads1]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More