মিয়ানমারে সংখ্যালঘু মুসলিমদের ‘রোহিঙ্গা’ হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ দেবে না দেশটির সরকার। রোববার দেশটিতে শুরু হওয়া জাতিসংঘ পরিচালিত আদমশুমারিকে কেন্দ্র করে মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে এ কথা বলা হয়। এএফপি।
মিয়ানমারে তিন দশক পর এই প্রথম আদমশুমারি শুরু হয়েছে। এতে জনগণের মধ্যে যেমন আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে তেমনি উদ্বেগও তৈরি হয়েছে।
কারণ বৌদ্ধরা মনে করছে, আদমশুমারির মাধ্যমে সরকার অন্য কিছু অর্জন করে নিতে চায়। তারা পুরা ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখেছে। বৌদ্ধ ধর্মাবলম্বিরা আশঙ্কা করছেন, এ আদমশুমারির মাধ্যমে রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেয়া হতে পারে। সেকারণে তারা এ আদমশুমারি বর্জনের ঘোষণা দিয়েছে। বৌদ্ধদের তরফ থেকে এ ঘোষণা আসার পর সরকার ‘রোহিঙ্গা’ নামে কাউকে নিবন্ধিত করবে না বলে দেয়।
রোববার থেকে এ আদমশুমারি ১২ দিন পর্যন্ত চলবে। আদমশুমারিটি পরিচালনা করছে জাতিসংঘের জনসংখ্যা হতবিল (ইউএনএফপিএ)।