জাদুঘরে আগুন

0

shabag-jadughorরাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সর্বশেষ খবরে জানা যায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার সকাল সোয়া ৯টার দিকে জাদুঘরের চতুর্থ তলার বিশ্বসভ্যতা গ্যালারিতে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের যথাযথ কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

জাদুঘরের পরিচালক (অপারেশনস্‌) মাহবুবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি জানান, চতুর্থ তলায় ৪৪ নম্বর গ্যালারিতে আগুন লেগেছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণের ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More