[ads1]মোহাম্মদ আশরাফুল। এক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটিং ভরসার নাম। বিপদের কাণ্ডারী হয়ে অনেক সময় দলের বিপর্যয় ঠেকিয়েছেন। পেয়েছেন তারকা ক্রিকেটারের খেতাব। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে আজ তিনি ক্রিকেট থেকে নির্বাসিত।
অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছরই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তিনি। তবে তিনি ইচ্ছে করে ফিক্সিংয়ে জড়াননি। দলীয় চাপেই তিনি এ রকম জঘন্য কাজে নিজেকে জড়াতে বাধ্য হয়েছিলেন।
বাংলাদেশের পাঠকপ্রিয় ম্যাগাজিন এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে (ঈদ সংখ্যায় প্রকাশ হবে) তিনি এমনটিই বলেছেন।
ফিক্সিংয়ের সেই দুঃখস্মৃতি বলতে গিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘অনেকেই আমাকে ভুল বুঝেছেন, আমি টাকা খেয়ে ম্যাচ পাতিয়েছি। টাকার বিনিময়ে ওই কাজ করিনি। দলের চাপে আমি ম্যাচ ফিক্সিংয়ে অংশ নিয়েছি। পরিস্থিতির শিকার হতে হয়েছিল আমাকে। কিন্তু ওটা করা মোটেও উচিত হয়নি। দোষ স্বীকার করে আমি ক্ষমাও চেয়েছি। তবে এটা ঠিক, আমি দেশের সঙ্গে কখনোই বেঈমানি করিনি।’
ভারতীয় বিদ্রোহী লিগে (আইসিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন আশরাফুল। এতে অংশ নিলে মোটা অংকের টাকাও পেতেন তিনি। কিন্তু দেশের সঙ্গে তিনি বেঈমানি করেননি, ‘আইসিএলে খেলার জন্য আমাকে ১৫ কোটি টাকার অফার করা হয়েছিল। কিন্তু আমি সেখানে যাইনি। দেশের সঙ্গে বেঈমানি করিনি।’[ads2]