[ads1]এলটন চিগুম্বুরার তাণ্ডবে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। আজ শনিবার হারারেতে প্রথম টি২০ ম্যঅচে তার ২৬ বলে অপরাজিত ৫৫ রানের সুবাদে স্বাগতিক জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে করেছে ১৬০ রান।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় বোলারদের দক্ষতায় তারা বেশ চাপে পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে দলকে ভালো অবস্থায় এনে দেন চিগাম্বুরা।
তিনি ২৬ বলের ইনিংসে ৭টি ছক্কা আর ১টি চার হাঁকান।
এই ম্যাচে ভারতের রেকর্ড ৫ খেলোয়াড়ের অভিষেক হয়।[ads2]
Prev Post
Next Post