[ads1]মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায় পূর্ব-শত্রুতার জের ধরে মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোল্লাপাড়া জামে মসজিদ থেকে তারাবী নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র থেকে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উৎপেতে থাকা মাদক ব্যবসায়ীরা স্থানীয় আনোয়ার হোসেনের দোকানের সামনে আসলে নজরুলকে আক্রমন করে। এবং রামদা, ছুড়িসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয় এলাকাবাসী আরো জানান, নজরুল মাদকের বিরুদ্ধে এলাকায় সোচ্চার ছিলো। সে বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মির্জা ও মামুন গং তার উপর নাখোস ছিলো। তাই আজ এ হামলা। এদিকে, আহত অবস্থায় নজরুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনি আশঙ্কা জনক, তাকে যে কোন মুহুর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হতে পারে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, শুক্রবার ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে মোল্লাপাড়া পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মামলা হওয়ার প্রক্রীয়া চলছে। দোষী যেই হোক তাদের বিরুদ্ধে যথাযথ আইন গত ব্যবস্থা নেওয়া হবে।[ads2]