[ads1]আমি কোথা থেকে এসেছি?
বাংলাদেশ থেকে
নাম?
সুলতান
প্রশ্নের ধরণটা এমন, বুকে ভয় ধরিয়ে দেয়। কিন্তু এমন স্বরই ভেসে এলো। শুরুতেই দেখা গেলো অত্যাচারিত এক কিশোরকে। তারপর দেখা গেলো এক অগ্নিরূপ। ধীর, স্থির, আগ্রাসী এক শাকিব খানকে।
মুক্তি পেয়েছে শাকিব-শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ চলচ্চিত্রের টিজার। ৫৯ সেকেন্ডের এ ভিডিওতে শ্রাবন্তীর উপস্থিতি শুধু দু’বার। শাকিবের খুনোখুনির ভেতর একবার প্রেম একবার বিস্ময়ের দেবী হয়ে। সবশেষে শাকিব শুধু একটা কথাই বললেন, সব খেল খতম!
আসছে ঈদে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। তার আগে চলছে প্রচারণা। ইউটিউবে গতপরশু মুক্তি দেয়া হয় চলচ্চিত্রটির গান। শাকিব খানের নতুন লুক আর শ্রাবন্তীর প্রতি বাংলাদেশি ভক্তদের তৃষ্ণা দুয়ে মিলে বেশ সাড়া ফেলছে ‘শিকারী’।[ads2]