[ads1]এবার ইউটিউবে ঝড় তুললেন টিভি অভিনেত্রী নায়িকা অহনা। পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’য় গানের ভিডিওতে অহনাকে খোলামেলা ভাবেই দেখা গেছে।গানটির ভিডিওতে দেখা যাচ্ছে সায়মনের সাথে অনেক ছোট পোশাকে পানিতে নাচ করছেন অহনা এবং সাইমনের সঙ্গে পানির মধ্যে অহনার কিছু অন্তরঙ্গ শটও রয়েছে।
‘ডুববো আমি’ শিরোনামে এই গানটি ব্যাপক সাড়া ফেলেছে। ইবরার টিপুর সঙ্গীত আয়োজনে গানটি গেয়েছেন কনক চাপা ও আরিফ।
আনেকে গানটি নিয়ে আপত্তিও তুলছে। আনেকে মন্তব্য করছেন একজন টিভি অভিনেত্রী চলচ্চিত্রে এতটা খোলামেলা হওয়া বেমানান।[ads1]
পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পিএ কাজল। ছবিটিতে সাইমনকে দেখা স্পোর্স্ট পাগল এক ছেলের চরিত্রে। যে কিনা গ্রামের সুন্দরী কন্যা অহনার প্রেমে পড়ে। তাদের প্রেমের গল্প নিয়েই পিএ কাজলের ‘চোখের দেখা’।
এই চলচ্চিত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।এরই মধ্যে পিএ কাজলের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন-অহনা। ছবির নাম ‘মন যারে চায়’[ads2]
[ads2]