নারীর প্রতি যৌন নির্যাতনের ঘটনা সারা বিশ্বের এক কলঙ্কজনক অধ্যায়। ধর্ষণ, যৌন হয়রানি, অসৌজন্যমূলক বাক্য, বাজে অঙ্গভঙ্গী ও টিজিংয়ের শিকার হতে হয় নারীদের। এর বাইরে নয় তারকারাও। টাইমস অফ ইন্ডিয়া অবলম্বনে এ লেখায় খাকছে এ ধরনের নির্যাতনের শিকার ছয়জন তারকার কথা।
রেখা চক্রবর্তী
এ অভিনেত্রী গত বছর বলিউডে তার ক্যারিয়ার শুরু করেছেন ‘মেরি ড্যাড কি মারুতি’র মাধ্যমে। তিনি সম্প্রতি তার মুম্বাই অ্যাপার্টমেন্টের সিঁড়িতে যৌন নির্যাতনের শিকার হন। এ জন্য তিনি খার পুলিশ স্টেশনে একটি অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তিনি তার নিজের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে একজন ভালো পোশাক পরা পুরুষের হাতে নির্যাতিত হয়েছেন।
সোফিয়া হায়াত
টিভি ব্যক্তিত্ব ও সাবেক বিগ বস শোয়ের অন্যতম তারকা সোফিয়া হায়াত লন্ডনে বড় হয়েছেন। সেখানেই তিনি ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন মাত্র ১০ বছর বয়সে তার আঙ্কেলের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
আনুশকা শঙ্কর
কিংবদন্তি সেতার শিল্পী পণ্ডিত রবি শংকরের মেয়ে আনুশকা শঙ্কর গত বছর জানিয়েছেন তিনি ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। বিশ্বের নারী অধিকার আন্দোলনের অংশ হিসেবে একটি ভিডিও প্রকাশনা উৎসবে তিনি মিডিয়াকে এ তথ্য জানান। তিনি জানান, তিনি যখন ছোট ছিলেন তখন তার পরিবারের খুবই বিশ্বস্ত এক ব্যক্তির দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।
ম্যাডোনা
পপ স্টার ম্যাডোনা তার পেশাদার জীবনের শুরুতে ধর্ষণের শিকার হয়েছিলেন। হারপার’স বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি তার স্বপ্নভঙ্গের কথা প্রকাশ করেন। এ শিল্পী বলেন, নিউ ইয়র্ক শহরে যাওয়ার পরে ছুরির মুখে এক অপরিচিত মানুষ তাকে ধর্ষণ করে। সে ঘটনা ঘটেছিল একটি বিল্ডিংয়ের ছাদে।
যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন যে তারকারা
অ্যাশলে জাড
হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এ অভিনেত্রী তার ছোটবেলায় ও কিশোরী থাকাকালীন যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। সে সময় তিনি নিষ্ঠুরভাবে ধর্ষণের শিকার হন বলে জানান। এ ছাড়া একটি খালি বিল্ডিংয়ে এক অপরিচিত মানুষ তাকে পিনবলের কোয়ার্টার দেওয়ার কথা বলে নিয়ে যেয়ে নির্যাতন করে। এ ছাড়াও মডেলিং জীবনে তাকে যৌনতায় বাধ্য করা হয় বলে জানান তিনি।
ব্রিটনি স্পিয়ার্স
ব্রিটনি স্পিয়ার্স নিজে এ বিষয়টি স্বীকার না করলেও তার সংগীতশিল্পী বন্ধু কোর্টনি লাভ জানান, ব্রিটনি ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন।