[ads1]বলিউডের অন্যতম সুপারস্টার তিনি। শুধু বলিউড নয়, পুরো ভারতে তিনি জারি রেখেছেন নিজের প্রতাপ। তার হাত ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে অসংখ্য অভিনেতা-অভিনেত্রীদের প্রবেশ। তাকে সম্মান দিয়ে কথা বলেন না এমন কাউকে অন্তত শোবিজ অঙ্গনে খোঁজে পাওয়া দুস্কর। তার বিরুদ্ধে যদি কেউ ভুল করেও আঙ্গুল তুলে কথা বলেন তার ক্যারিয়ার পড়ে যায় ধ্বংসের মুখে। অথচ বাস্তবের এই প্রভাবশালী অভিনেতার বিরুদ্ধে দুনিয়ার মানুষকে জানিয়ে নিজের ঘৃণার কথা জানালেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র! আসলে গত দুদিন ধরে ভারতজুড়ে সালমানকে নিয়ে চলছে তুমুল বাকবিতণ্ডা। মূলত এই আলোচনা-সমালোচনার সূত্রপাত সুপারস্টার সালমান খানের একটি মন্তব্যকে ঘিরে। সম্প্রতি সালমান তার আসন্ন সিনেমা ‘সুলতান’-এর প্রমোশনে গণমাধ্যমে ছবিটির প্রচারে অনুষ্ঠানের আয়োজন করেন। আর সেখানে সাংবাদিকদের সাক্ষাৎকার প্রদানকালে মুখ ফস্কে ধর্ষিত নারীর সাথে সুলতানের শুটিংয়ের তুলনা করে বসেন।[ads1]
সালমান সাক্ষাৎকারে বলেন, ‘সুলতান’-এর শুটিংয়ের সময় তার এযাবৎকালের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। দিনে নাকি টানা ছ’ঘণ্টা ধরে শুটিং করতেন তিনি। একশো কেজি বার তারও বেশি কুস্তিগীরদে ধরে একা একা কয়েকবার করে তুলতে হয়েছে। অসংখ্যবার এদের তুলতে তুলতে বহুবার পরে যাওয়ার কথাও বলেন সাক্ষাৎকারে। বক্সিং রিং থেকে যখন বেরুতেন তখন নাকি তিনি হাঁফ ছেড়ে বাঁচতেন। এমনকি তখন তার অনুভূতি হতো ধর্ষিত নারীর মতো! যে ধর্ষণের পর সোজা করে হাঁটতে পারে না। এমন ভারি ভারি কুস্তিগীরদের টেনে উপরে তোলেও সেইসব ধর্ষিত নারীর মতোই অবস্থা হয়ে যেত তার।সালমানের এমন বক্তব্যের পর ফুঁসে উঠেছে বিভিন্ন নারী সংঘটনগুলো। তারা আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে সালমানের বিরুদ্ধে। এমনকি আগামী এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে তাকে সমস্ত নারীদের প্রতি ক্ষমা চাইতে। কারণ তার এই বক্তব্য ধর্ষিত নারীদের জন্য অপমানজনক। অনেকে তার বিরুদ্ধে এমন বাজে মন্তব্যের জন্য জেলও কামনা করছেন।
আর এই বিষয়ে সাড়া ভারতবাসীর মতন মুখ খুললেন ‘আম্বার সাওয়ারিয়া’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র।সুপারস্টার অভিনেতা সালমান খানকে উদ্দেশ্য করে দুর্দান্ত সাহসী এক টুইট করেও বসেন তিনি। টুইটে সোনা মহাপাত্র সালমানের প্রতি ঘৃণা প্রদর্শন করে বলেন, যে নারীকে সম্মান দিতে জানে না, মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়(হিট এন্ড রান কেস), বন্যপ্রাণীদের হত্যা করে অথচ সেই কিনা একটা জাতির কাছে হিরো?[ads2]