আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ফিয়েনহাইমের একটি সিনেমা কমপ্লেক্সে বন্দুকধারীর হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ফ্রাঙ্কফুর্টের কাছের শহরটিতে এই হামলা হয়।
জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়, মুখোশধারী এক ব্যক্তি একটি বন্দুক ও বিস্ফোরক বেল্ট নিয়ে সিনেমা কমপ্লেক্সে ঢুকে গুলি চালায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিনেমা কমপ্লেক্সে ঢুকার পর ৫টার দিকে পুলিশ তাকে দমন করতে সক্ষম হয়। বন্দুকধারী নিহত হয়েছে।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
সিনেমা কমপ্লেক্সের আশে পাশের রাস্তা পুলিশ বন্ধ করে দিয়েছে।
তবে পুলিশ, বন্দুকধারীর সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।
ভিডিও লিংক- www.youtube.com/watch?v=G1WVlAf4jYk
সূত্র: দা গার্ডিয়ান