বাংলালিংকের বিজ্ঞাপনে মডেলিং এর মাধ্যমে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। কাজ করেছেন অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে। তিনিই মোনালিসা ছোট পর্দায় প্রিয় মুখ। গত ১২.১২.১২ তারিখে দুই পরিবারের সম্মতিতে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবীরকে বিয়ে করেন মোনালিসা। কিন্তু এরপর সুদূর আমেরিকায় যাওয়ার পর প্রায়ই বলতেন, ‘দর্শকের ভালোবাসা নিয়ে আমি আবারও নিয়মিত মডেলিং এবং অভিনয় করতে চাই।’ তবে নতুন কোন নাটকে তার মুখ দেখা যায়নি। আল বেরুনীর পরিচালনায় সর্বশেষ ‘ড্রইংরুম’ নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। এস.আই. নাট্য এর গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন খালেদ আহমেদ। নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, কচি খন্দকার, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। নাটকটিতে মোনালিসার বিপরীতে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান। নাটকে মোনালিসাকে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি একইসাথে সিদ্দিকের সাথে সম্পর্ক এবং তার ভাঙ্গন। পাশাপাশি নিজের খালাতো ভাই এর সাথে নতুন সম্পর্ক জড়ানো নিয়ে নাটকটির গল্প সাজানো হয়েছে। খুব শিগগিরই এটি যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।