[ads1]চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ও নুসরাত ফারিয়া তিনজনই চলচ্চিত্রের উজ্জল তারা। এদের মধ্যে অভিনয়ের বাইরে একমাত্র নুসরাত ফারিয়াকেই উপস্থাপনায় দেখা গিয়েছে। তবে নতুন খবর হলো আসছে ঈদে বাকি দুজনকেও উপস্থাপনা করতে দেখা যাবে।
বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহি এবং নুসরাত ফারিয়া-তিনজনই এবারের ঈদুল ফিতরে উপস্থাপনা করছেন একুশে টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। নুসরাত ফারিয়ার অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিদ্যা সিনহা মীম এবং মাহিয়া মাহিকে দেখা যাবে নতুন আঙ্গিকের উপস্থাপনায়।
একুশে টেলিভিশনের ‘আমার ছবি, আমার গান’-এর ভিন্ন ভিন্ন পর্বে এই তিন তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শক। নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের আগে শুটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটির চিত্রধারণ করা হয়েছে।
উল্লেখ্য, দীপু হাজরার প্রযোজনায় ঈদের চতুর্থ থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচারিত হবে।[ads2]