আটলান্টায় নদীতে ডুবে এক স্কুল ছাত্রের অকাল মৃত্যূ

0
ছবিতে মা, বাবা ও বোনের সাথে সর্ববামে আদিল
ছবিতে মা, বাবা ও বোনের সাথে সর্ববামে আদিল

[ads1]মনজিলুর রহমান,আটলান্টাঃ বন্ধুদের সাথে জলকেলি করতে গিয়ে আটলান্টায় আদিল চৌধুরি (১৮) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিকমৃত্যু হয়েছে। ( ইন্নালিল্লাহে …. ইলাহে রাজেউন)সদ্য সমাপ্ত স্কুল গ্রাজুয়েশন ডিপ্লোমা পরীক্ষায় আটলান্টাস্থ শ্যাম্বলী চাটার্ট হাই স্কুল থেকে স্কুল গ্রাজুয়েশন ডিপ্লোমা লাভ করে এবং ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় ভর্তি হয়েছিল বলে পারিবারিক সুত্রে জানা যায়। সে স্থানীয় শ্যাম্বলী এলাকার মোহাম্মদ আলী চৌধুরি শেখবের পুত্র। তার পৈতিক নিবাস বৃহত্তর সিলেট জেলায় বলে জানা যায়। গত বুধবার ২২ জুন বিকেলে স্থানীয় চ্যাটটাহুসি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
আদিলের আত্নীয় বিশিষ্ট রিয়েল ষ্ট্রেষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ শহীদ হক এ প্রতিনিধিকে জানান বন্ধুদের সাথে জলকেলি করতে সবাই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে সে এ দূর্ঘটনায় পতিত হয়। সাথীরা সাঁতরে নদী পাড় হলেও সে মাঝ নদীতে ডুবে যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসে কল করা হলে সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ঘন্টা চেষ্টা করে রাত ৮টার দিকে আদিলকে মৃত অবস্থায় উদ্ধার করে।[ads2]
তার মৃতদেহ Tom M. Wages Funeral Service – Lawrenceville Chape এ রাখা হয়েছে । শেষবারের মত তার মৃতদেহ দেখার জন্য আজ কাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবার জন্য উনমুক্ত থাকবে এবং নামাযে জানাযা আজ শুক্রবার জুম্মার নামাযার পর জর্জিয়া ইসলামিক সেন্টার, লরেন্সভিল মসজিদে অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কিত বিস্তারিত জানতে মোহাম্মদ শহীদ হকের সাথে যোগাযোগ করা যেতে পারে । তার মোবাইল নাম্বার ৬৭৮.৯১৪.৯৯২৭।
জানা যায় শেখর পরিবারের এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল বড়। তার এই আকস্মিক মৃত্যুতে পিতা মাতা, পরিবার এবং আটলান্টা প্রবাসী বাঙালি কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।[ads1]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More