২০০৮ সালে তিনি প্রেম করে অভিনেতা রায়ান রেনল্ডসকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ফরাসি সাংবাদিক রোমেইন দাউরিয়াকের সাথে প্রেমের সম্পর্কে বাদা পড়েন এটা সবারই জানা। এবার প্রেম, নতুন কোন সিনেমা দিয়ে নয়, বরং খবরের শিরোনাম হলেন অন্য এক কারণে। কিন্তু সেটা কি? বিয়ের আগেই মা হতে চলেছেন অভিনেত্রী-মডেল ও গায়িকা স্কারলেট জোহানসন। বর্তমানে বাগদত্তা ফরাসি সাংবাদিক রোমেইন দাউরিয়াকের সঙ্গে প্রথম সন্তানের আগমনের প্রহর গুনছেন তিনি। জানা গেছে, ২০১২ সালের নভেম্বর মাসে স্কারলেট দাউরিয়াকের সঙ্গে তার প্রেমের খবর জনসম্মুখে প্রকাশ করেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে এ জুটি বাগদান সম্পন্ন করেন। বর্তমানে তারা লিভটুগেদার করছেন। সন্তান ভূমিষ্ঠের পরেই বিয়ের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান স্কারলেট। এ প্রসঙ্গে তিনি জানান, ‘বাগদানের পর আমাদের খুবই ভালো সময় কাটছে। আমি মনে করি, অনাগত সন্তান আমাদের ভালোবাসাকে আরো বেশি মজবুত করেছে। তাই আমরা দুইজনেই সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ বিয়ের পর নাকি স্কারলেট সুইজারল্যান্ডে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ স্কারলেট-দাউরিয়াক দুইজনেই শীতকালে বরফের ওপর স্কি করতে পছন্দ করেন।