[ads1]এই মুহূর্তে বলিউডের সবচেয়ে নামিদামি তারকাদের মধ্যে এগিয়ে দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। পারিশ্রমিকের দিক দিয়েও তারা দুজন বলিউডের অন্যান্য অভিনেতাদের থেকে এগিয়ে। তারসাথে আবার তাদের নামের পাশে যোগ হয়েছে ‘হলিউড’-এর অভিজ্ঞতা! কিন্তু তাই বলে প্রতি মিনিটে অভিনয়ের জন্য ৩০ লাখ রুপি হাঁকাবেন তারা!
হ্যাঁ। বিশ্বাস না হলেও এটাই সত্য যে মাত্র চার মিনিট স্টেজে পারফর্ম করার জন্য এক কোটি ৩০ লাখ রুপি চেয়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা-দীপিকা। ২ জুন থেকে স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে ‘আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০১৬’-এর আসর। যেখানে লাইভ স্টেজে পারফর্ম করতে আয়োজকদের কাছে প্রতি মিনিটে ত্রিশ লাখ রুপি চেয়েছেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।
২৩ জুন থেকে স্পেনে শুরু হয়েছে ‘আইফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। চার দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে ২৬ জুন রাতে। আর এই অনুষ্ঠানে পারফর্ম করতেই মাত্র চার মিনিটে ১ কোটি ৩০ লাখ রুপি দাবি করেছেন দুই হলিউডগামি বলিউড তারকা। [ads2]
যদিও তাদেরকে এই টাকা দিতে আপত্তি নেই আয়োজকদের। কিন্তু এরই মধ্যে একাধিক খবর মারফত জানা গেছে যে আয়োজকরা প্রিয়াঙ্কা-দীপিকাকে একসঙ্গে স্টেজে দেখতেই এমন প্রস্তাব দিয়েছিল। তবে দীপিকা-প্রিয়াঙ্কা নাকি একসঙ্গে পারফর্ম করতে মোটেও রাজি নয়! তবে শেষ পর্যন্ত একসঙ্গে আইফার মঞ্চে পারফর্ম করেন কিনা তা জানা যাবে ২৬ জুন রাতে!
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা-দীপিকা এখন আন্তর্জাতিকভাবে খ্যাত। চলতি বছরেই তাদের অভিষেক হয়েছে হলিউডের সিনেমায়। দীপিকা পাডুকোন সদ্য শুটিং শেষ করেছেন ‘ট্রিপল এক্স: দ্য কেজ অব জেন্ডার’-এর। যে ছবিতে তার বিপরীতে আছেন ভিন ডিজেলের মত তারকা অভিনেতা। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া সদ্য টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এবং সিনেমা ‘বেওয়াচ’-এর শুটিং শেষ করেছেন।[ads1]