ইফতারে তারার মেলা (ভিডিও)

0

Iftar Stars[ads1]বিকেল থেকেই সাজ সজ রব। শিল্পীরা কলাকুশলীর পদচারণায় মুখর এফডিসি। অনেকে হয় তো ভেছিলেন কোন ছবির শুটিং। কিন্তু পরক্ষণেই সেই ভুল ভাঙ্গলো। কারণ অভিনেতা হাসান ইমাম থেকে চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান সবার গায়েই পাঞ্জাবী। অনেকে আবার মাথায় টুপিও দিয়েছেন। আসল ঘটনা হলো প্রতি বছরের মতো শনিবার চলচ্চিত্র অভিনয় শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার ও দোয়া মাহফিল ছিল।

এফডিসির জহির রায়হান কালার ল্যাবের পাশে সামনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা শাকিব খান বলেন, ‘প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছি। তবে একটু ভিন্ন আঙ্গিকে এ আয়োজনটি সাজানো হয়েছে।’[ads2]

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা হাসান ইমাম, চিত্রনায়িকা অঞ্জনা, চম্মা, রোজিনা, মৌসুমী, মুনমুন, অভিনেতা ওমর সানি, রুবেল, শিমুল খান, নিরব, সানু সুবা, সাদেক বাচ্চু, মিজু আহামেদসহ আরো অনেকে।

ইফতার শুরু আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়।[ads1]

[ads1]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More