[ads1]চার চারটি ফাইনালে খেলেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু একটিতেও সফল হতে না পারায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাতে বিস্মিত ফুটবল বিশ্ব। এটাকে মেনে নিতে পারছেন না চিলির অধিনায়ক ক্লাউদিও ব্রাভোও। তিনি মনে করেন, মেসি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন।
সোমবার শতবর্ষী কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে টাই ব্রেকারে ৪-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। টাই ব্রেকারে প্রথম শট নিতে আসা আর্জেন্টিনার অধিনায়ক মেসি গোল করতে ব্যর্থ হন। গোলপোস্টের বাইরে দিয়ে তার বল চলে যায়। তাতে চিলির কাছে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে টাই ব্রেকারে হারল তার দল। এমন শোকে ম্যাচ শেষে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি।
চিলির অধিনায়ক ব্রাভো তার বার্সা সতীর্থকে নিয়ে বলেন, ‘আমরা খুবই ভালোভাবে জানি যে তিনি কত বড় খেলোয়াড়। আমি তাকে বিশ্বসেরা খেলোয়াড় বলব।’
মেসির আন্তর্জাতিক অবসর নিয়ে বলেছেন, ‘আমি আশা করি তিনি আরো কয়েক বছর আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন।’[ads2]