[ads1]দি বার্তা ডেস্কঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারন সম্পাদক গনি সরকার, ১ম যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক খান সহ জার্মানি বিএনপির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বার্তায় জার্মানি বিএনপির নেতৃবৃন্দ ড: মুহাম্মদ ইউনুসের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, ড: মুহাম্মদ ইউনুস বাংলাদেশের এক গর্বের নাম। তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন। তাঁরা বলেন, ড: মুহাম্মদ ইউনুসের উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ সারা বিশ্বের জন্য অনুকরণীয়। তাইতো বিশ্বের নামিদামি সকল গবেষণা কেন্দ্র তাঁর এই পদ্ধতি নিয়ে সারা বিশ্বে গবেষণা করে যাচ্ছে।[ads2]
বিবৃতিতে জার্মানি বিএনপির নেতৃবৃন্দ ড: মুহাম্মদ ইউনুসের সাফল্যময় দীর্ঘ জীবন কামনা করেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন সেই আশা ব্যাক্ত করেন।
প্রসঙ্গত, ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ড. ইউনূস। তিনি ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
ছবিঃ ড: মুহাম্মদ ইউনুসের সাথে জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া।[ads2]