[ads1]ঢাকা : রাজধানীর লালবাগে মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে এলাকাবাসী ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষ চলছে। সংঘর্ষে আব্দুর রহমান (২০) নামে এক রিকশাচালক গুলিবিদ্ধ হন। পরে থাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।
বুধববার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়। তথ্যটি নিশ্চিত করেন পুলিশের লালবাগ জোনের ডিসি মারুফ হোসেন সর্দার।
তিনি বলেন, ‘লালবাগের শাহী মসজিদ এলাকায় মাদক ব্যবসায়ী, এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরে পেয়েছি। আমি সেখানে যাচ্ছি।’ তবে গুলিবিদ্ধের খবর জানা নেই বলে জানান তিনি।
এদিকে, ঢামেক সূত্রে জানা যায়, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিকেল ৪টার দিকে আব্দুর রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়।
আহত আব্দুর রহমান জানান, বেলা ৩টার দিকে লালবাগের শাহী মসজিদ এলাকায় ভাড়া নামিয়ে আসার সময় তার বাম পায়ে গুলি লাগে। [ads2]