[ads1]ঈদে দুই বাংলায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’। ওপার বাংলার হার্টথ্রব নায়ক জিতের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ছবিটিকে ঘিরে দুই দেশেই চলছে ব্যাপক প্রচার প্রচারণা। এসব প্রচারণায় অংশ নিচ্ছেন দু’জনই। আজ বুধবার দেশে এসেছেন জিৎ। থাকছেন দু’দিন। অংশ নেবেন সংবাদ সম্মেলনসহ বেশ কিছু টিভি প্রোগ্রামেও।
এদিকে, নুসরাত ফারিয়াও যাচ্ছেন ভারতে। বাদশার প্রচারণায় ফারিয়াকে দেখা যাবে, ভারতের কালারস বাংলা টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস সিজন টু’-তে। অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন জিৎ। সেখানে জিৎ এবং বাদশা ছবির নির্মাতা বাবা যাদবের সঙ্গে নাচবেন ফারিয়া। জনপ্রিয় এ অনুষ্ঠানটির শুটিংয়েই মুম্বাই যাচ্ছেন তিনি। থাকতে হচ্ছে সাতদিন।
জানালেন, জিতের সঙ্গেই দেশ ছাড়ছেন শুক্রবার। ফিরছেন ঈদের দিন। দেশে ছবির মুক্তি। ঈদে এই প্রথম মুক্তি পাচ্ছে ফারিয়ার ছবি। ঈদের আনন্দতো এবার তার দ্বিগুন।[ads2]