[ads1]ঢাকা: গত কয়েকদিন যাবৎই শোনা যাচ্ছে বলিউডে সদ্য পা ফেলা উঠতি অভিনেত্রী দিশা পাতানির সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন ‘বাঘি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ। তাদের সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও অবশেষে সে বিষয়ে মুখ খুললেন টাইগার ও দিশা।
২৮ জুন দুপুর টি-সিরিজের ব্যানারে একটি মিউজিক ভিডিও লাঞ্চ করলেন টাইগার শ্রফ ও দিশা পাতানি। ‘বিফিকরা’ নামের ওই গানটিতে প্রথমবার অভিনয় করেছেন টাইগার ও দিশা। আর মিউজিক লাঞ্চিং অনুষ্ঠানেই তাদের নিয়ে মিডিয়ায় চলা নানা গুজবেরও উত্তর দিলেন টাইগার।
দিশার সাথে খুব ভালো সম্পর্ক এ কথা স্বীকার করে টাইগার বলেন, দিশার সাথে আমি পর্দায় কিংবা পর্দায় ও পর্দার বাইরে দু’জায়গাতেই খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি তাকে ভালোবাসি, কিন্তু সেটা বন্ধুর মত। আমরা দুজন শুধুই ভালো বন্ধু। একসাথে সময় কাটাতে আমরা পছন্দ করি। একসাথে নাচের রিহার্সেলেও যাই।
উল্লেখ্য, কৃতি স্যাননের সঙ্গে ‘হিরোপন্তি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় টাইগার শ্রফের। এরপর চলতি বছরের প্রথমে মুক্তি পায় তার সিনেমা ‘বাঘি’। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। অন্যদিকে দিশার কোনো সিনেমায় এখনো মুক্তির আলো দেখেনি। তবে মুক্তির প্রতীক্ষায় আছে ধোনির জীবনী নিয়ে ছবি ‘ধোনি’।[ads2]