মোহাম্মাদপুরের তাজমহল রোডে হাঁটা বাবা নামে পরিচিত হায়দার বাবার মাজারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আশে-পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, মূলত হায়দার বাবা মারা যাওয়ার পর তার ভক্তদের মাঝে বিভক্তি সৃষ্টি হয়। দু’পক্ষই বাবার মাজারের দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এদের মাঝে একপক্ষ পার্শ্ববর্তী রহমানিয়া মাদরাসার শিক্ষার্থীদের ব্যবহার করে এখান থেকে মাজার উৎখাতের চেষ্টা করে আসছে।
এছাড়া আরও জানা যায়, হাঁটাবাবার অনুসারীরা তার কবরের কাছে অনুষ্ঠান আয়োজন করছিল। স্থানীয় মাদ্রাসার ছাত্ররা এতে বাধা দিলে প্রথমে বাক বিতণ্ডা ও তারপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে দাঙ্গা পুলিশ এসে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, হাঁটাবাবা নামে পরিচিত জুলফিকার হায়দার গত ১৩ মার্চ মারা যান। ওই দিন সন্ধ্যায় তাজমহল রোড সংলগ্ন কবরস্থানে তার দাফন হয়। কবরের স্থান নির্ধারণকে কেন্দ্র করেও সে সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও র্যাবের পাহারায় হাঁটাবাবার দাফন করা হয়।