[ads1]তাহসানের গাওয়া ‘বলছি শোনো’ গানটি টানা চার মাস ধরে জিপি মিউজিকের টপচার্টে। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটিতে মডেল হয়েছেন অভিনেতা তৌসিফ ও সায়রা জাহান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমন। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গেল বৈশাখে সিএমভির ব্যানার থেকে জয় শাহরিয়ারের সুর-সংগীতে বাপ্পা-তাহসান-জয়ের মিশ্র অ্যালবাম ‘বলছি শোন’-এর শিরোনাম গান এটি।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে। তৌসিফের উপস্থিতি ভিডিওটিকে প্রাণবন্ত করেছে। আশা করি, সবার ভালো লাগবে গান-ভিডিওটি।’[ads1]
গানটির সুরকার জয় বলেন, ‘জিপি মিউজিক অ্যাপ থেকে গানটির অডিওর জন্য যে পরিমাণ রেসপন্স পেয়েছি গেল চার মাস—সেটা অবিশ্বাস্য। শ্রোতাদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই এই ভিডিওটি প্রকাশ করলাম।’
তৌসিফ বলেন, ‘আমি তাহসান ভাইয়ার গান-অভিনয়ের ফ্যান। অভিনয়ে ব্যস্ততার জন্য মিউজিক ভিডিওতে কাজ করা হয়েই ওঠে না। তাহসান ভাইয়ের গানের মডেল হওয়ার সুযোগ আর নির্মাতার প্ল্যান ভালো লাগাতেই কাজটা করেছি। আশা করি, দর্শক উপভোগ করবেন।’[ads1]
[ads2]