[ads1]ঢাকা : রাজধানীর গুলশান ২ নম্বরের হলি আর্টিসান বেকারি নামের রেস্টুরেন্টের ভেতরে অস্ত্রধারীদের হাত থেকে যখন জিম্মিদের উদ্ধারে ব্যস্ত আইনশৃঙ্খলাবাহিনী। তখনই সেই রেস্টুরেন্টের পাশের পুকুর পাড়ে এক যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়।
পুলিশ ওই যুবককে আটক করতে গুলি চালায়। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র জানায়, পুকুর পাড়ে খালি গায়ে ও প্যান্ট পরা ওই যুবককে দেখতে পায় পুলিশ। তখন তাকে ডাকা হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গুলি করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ওই যুবকের বুকে গুলি লেগেছে।
তবে ওই যুবকের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।[ads2]