[ads1]গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সৃষ্ট জিম্মি সংকটের অবসানের পর ফিরে গেলেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে তারা ঘটনাস্থলে ঢোকেন। গাড়ি নিয়ে সেখানে যান তারা।
তবে সংবাদমাধ্যমের জন্য ঘটনাস্থলের চারপাশ ছিল প্রবেশের অনধিকার। অভিযান শেষ করে তারা সকাল ৯টার দিকে ফিরে যান।[ads2]
তবে সংবাদকর্মীদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। ফলে অভিযান বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারে অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে জানান, ভেতরে পাঁচজন মারা গেছে। ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।[ads1]