[ads1]গুলশানে জিম্মি হওয়াদের মধ্যে প্রকৌশলী হাসনাত করিম একজন। নিজের ১৩ বছর বয়সী সন্তানের জন্মদিন উদযাপন করতে স্প্যানিশ এই ক্যাফেতে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিল স্ত্রী শারমিন পারভীন এবং ৮ বছর বয়সী সন্তান।
সারারাত আটক থাকার পর সকাল ৮টার দিকে কমান্ডো অভিযানে হাসনাতের পরিবার উদ্ধার পায় বলে জানান তার মা। সন্তান, পূত্রবধূ ও নাতনিদের জন্য স্বামী এম আর করিমকে সঙ্গে নিয়ে সারারাত গুলশানে ছিলেন তিনি।
ছেলেকে পাওয়ার পর হাসনাতের মা বলেন, ভেতরে সাতজন বাংলাদেশি একজন ভারতীয়র পাশাপাশি আরো ২০-২২ জন বিদেশি ছিল। আক্রমণকারীরা ছিল পাঁচজন। [ads2]
জিম্মিকারীরা বাংলাদেশি মুসলমানদের সুরা পড়তে বলে। সুরা পড়তে পারার পর তাদেরকে রাতে খেতেও দেয়া হয়। পারভীন হিজাব পরা থাকায় তাকে যথেষ্ট সম্মান করা হয়।