গুলশান ২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত পুলিশের ওসি সালাউদ্দিনের মরদেহ ঢামেক হাসপাতালে আনা হচ্ছে।[ads1]
শনিবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে অবস্থান করা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযানে নিহত বিদেশি নাগরিকসহ ৫ জনের মরদেহ ঢামেকে আনা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে।[ads2]
এ ঘটনায় অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। গোলাগুলির সময় সালাউদ্দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।