[ads1]রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসানে সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তাঁরা উদ্বেগ প্রকাশ করে উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে দল মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলামের বিবৃতি পড়ে শোনান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশের বিরাজমান দুশাসনেই বহিঃপ্রকাশ। আমি আবারো সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সভ্যতা বিরোধী উগ্রবাদী শক্তিকে নিমূল করতে দলমত নির্বিশেষে সবার সমন্বিত প্রচেষ্টাকে কাজে লাগাই। এখনই এই উগ্রবাদী শক্তিকে দমণ করতে না পারলে এঁরা দীর্ঘতম যুদ্ধ চালিয়ে দেশের জনগণের শান্তি, সুস্থিতি, নিরাপত্তা বজায় রাখা কঠিন করে তুলবে।’[ads2]