চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএলে) আজ রাতে সেন্ট কিটসের অ্যান্ড নেভিসের মুখোমুখি হবে সাকিবদের জ্যামাইকা তালাওয়াহস।[ads1]
ক্রিস গেইল আর কুমার সাঙ্গাকারার সাথে সাকিবের উপস্থিতি জ্যামাইকাকে শক্তিশালী দল হিসেবেই পরিচিত করছে। এই দলে তারকা ক্রিকেটারদের মধ্যে আরো রয়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন আর ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের মতোন ক্রিকেটাররা। কম যায় না সেন্ট কিটসও। ফাফ ডু প্লেসিস, ব্র্যাড হজ, থিসারা পেরেরা আর লেন্ডল সিমন্সের মতো ক্রিকেটারদের সমন্বয়ে বেশ ‘ব্যালান্স’ তারা।[ads2]