[ads1]অনিল কুম্বলের তত্বাবধানে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এখন জোদকদমে অনুশীলন চালাচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ আর সেখানেই ভারতের ট্রেনিং ক্যাম্পে একটা অন্যরকম ছবি পড়ছে৷
ব্যাটসম্যানরা নেট প্র্যাক্টিস করছেন এবং উইকেটের পিছনে মন দিয়ে কিপিং করে চলেছেন দলের এক অপিরহার্য সদস্য৷ তবে তিনি রেগুলার কিপার মহেন্দ্র সিং ধোনি কিংবা ঋদ্ধিমান সাহা নন৷
টিম ইন্ডিয়ার নতুন এই উইকেটকিপারের নাম বিরাট কোহালি! এর আগে তাঁর হাত থেকে স্পিন ডেলিভারি ছুটে আসতে দেখা গিয়েছে৷ কিন্তু, উইকেট কিপিং? কখনও নয়৷[ads2]