[ads1]রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলায় ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। এই ঘটনায় বাংলাদেশসহ সারা বিশ্বই রীতিমতো হতবাক, বিস্মিত। বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।ন্যক্কারজনক এমন ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদ্য নিয়োগ পাওয়া কোচ অনিল কুম্বলে। গুলশান হামলার ঘটনায় সহানুভূতি জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের আরেকটি কাণ্ডজ্ঞানহীন কারবার। ঢাকা আক্রমণে আক্রান্তদের জন্য আমার প্রার্থনা।’গতকাল শুক্রবার গুলশান-২ নম্বর সেকশনে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে এ হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঁদের বেশির ভাগই বিদেশি।গতকাল রাত পৌনে ৯টার দিকে রেস্তোরাঁয় হামলা করে সন্ত্রাসীরা। এরপর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর আজ সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।[ads2]