আতঙ্ক কাজ করছিল : শাকিব খান আতঙ্ক কাজ করছিল : শাকিব খান আতঙ্ক কাজ করছিল : শাকিব খান

0

photo-1467465845[ads1]বিএফডিসিতে চলছে ‘মা’ চলচ্চিত্রের শুটিং। কালাম কায়সার পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন শাকিব খান। সকাল থেকেই ছবির শুটিং হওয়ার কথা থাকলেও দুপুর ২টায় সেটে আসেন শাকিব। কারণ জানতে চাইলে তিনি জানান গত রাতে গুলশানের এক রেস্তোরাঁয় হামলার পর তিনি যানজটে আটকে ছিলেন। শাকিবের বাসা গুলশানে। নিরাপত্তার কারণে গতকাল রাতে গুলশানে প্রবেশের সবকটি রাস্তাতেই বসানো হয় তল্লাশি চৌকি। তাই দীর্ঘ গাড়ির সারি ডিঙিয়ে গুলশানে নিজের বাসায় গত রাতে পৌঁছাতে পারেননি ঢালিউডের ব্যস্ত এই নায়ক। তাই বাধ্য হয়ে গতকাল বাসার বাইরেই রাত কাটাতে হয়েছে তাঁকে।শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল আমি বাসার বাইরে ইফতার করেছিলাম। সেখান থেকে বাসায় যাওয়ার পথে হঠাৎই জানতে পারি যে কোনো এক রেস্টুরেন্টে ঝামেলা হয়েছে। গাড়িতে বসেছিলাম। আর রেডিওর খবর থেকে সবই জানছিলাম। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অনেক চেষ্টা করেও বাসার রাস্তায় যেতে পারছিলাম না। কী করব সেটা বুঝতে পারছিলাম না। এরপর গুলশান নিকেতনে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাত কাটাই।’[ads1]

শুটিংয়ে দেরিতে আসার কারণ বলতে গিয়ে শাকিব আরো যোগ করেন, ‘সেই বাসায় সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাই। এর মাঝে কয়েকবার ঘুম ভাঙে। উঠে টিভি দেখি কোনো অগ্রগতি আছে কি না। আবার ঘুমাতে যাই। একধরনের আতঙ্ক কাজ করছিল। সকালে উঠতে দেরি হয়ে যায়। এ কারণে শুটিংয়ে আসতেও দেরি হয়েছে।’ছবির পরিচালক কালাম কায়সার বলেন, ‘ছবির একটি ফাইটের দৃশ্যের শুটিং করছি। এর আগে অর্ধেক কাজ হয়েছে। এখন বাকিটা করছি। কাল এই কাজটি শেষ করব।’ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন তানিয়া রিতু। ছবির কাজ বিশ শতাংশ শেষ হয়েছে। ঈদের পর বাকি কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক কালাম কায়সার।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More